Bangla

উপরের ছবিটা দেখুন (তথ্যসূত্র : healthline.com) লাল রঙের সুতোর মত দেখতে জিনিস দুটিই হল নেত্রনাড়ি, তথা Optic Nerve. এরই মাধ্যমে আমাদের চোখের সৃষ্ট Optical Signal আমাদের মস্তিষ্কে পৌঁছে যায়। এটি চোখের একেবারে পিছনে অবস্থিত। এইখানে থাকবার জন্য এটি বাইরের প্রভাব থেকে মোটামুটি সুরক্ষিত।

দাড়ি কাটবার সময়ে ব্লেডের কানা আমাদের ত্বকের উপর দিয়ে আমরা টেনে নিয়ে যাই। এই ব্লেডের কানা বেরিয়ে থাকা দাড়ির লোমেকে গোড়া থেকে কেটে দেয়। এতে আমাদের নেত্রনাড়ির কোন আঘাত পাওয়ার সম্ভবনাই নেই। গালের নিচের শিরা আর চোখের নাড়ির একরকম ঢাকা - কলকাতা দূরত্ব।

তা ছাড়া, চোখের "পাওয়ার" (Power) নির্ভর করে চোখের মণির গোলত্ব (Curvature) এর উপর। এই গোলত্বের বাড়া-কমা নির্ধারণ করে আমাদের চোখ "ভাল" না "খারাপ"।

দিনের পর দিন খুব কাছ থেকে দেখলে চোখের ক্ষতি হয় ঠিকই। কিন্তু অতটা কাছ থেকে দেখে দাড়ি কাটা হয় না। বিজ্ঞানের খোলসে অপবিজ্ঞান মাঝেমধ্যেই আমাদের কাছে পৌঁছে যায়, পৌঁছে দেওয়া হয়। তাই পরিশেষে বলি, দাড়ি কাটার সাথে চোখের ক্ষতির একেবারেই সম্পর্ক নেই, থাকতে পারে না।

"এখান থেকে মারলাম তীর

লাগল কলা গাছে

হাঁটু দিয়ে রক্ত ঝরে,

চোখ গেল রে বাবা!"






English

Look at the picture above (Reference: healthline.com) The two things that look like red thread are the optic nerve. This is how the optical signal created by our eyes reaches our brain. It is located just behind the eyes. To stay here it is fairly protected from outside influences.


When we shave, we pull the edge of the blade over our skin. The edge of this blade cuts the protruding beard from the base. There is no possibility of any injury to our retina. The veins under the cheeks and the veins of the eyes are somehow covered - the distance to Kolkata.


In addition, the "power" of the eye depends on the curvature of the eyeball. The increase-comma of this roundness determines whether our eyes are "good" or "bad".


If you look at it from day to day, the damage to the eyes is just right. But the beard is not cut by looking at it from so close. In the shell of science, evil science sometimes reaches us, is delivered. So in the end I say, shaving has nothing to do with eye damage, it can't exist.


"I shot an arrow from here

Looked at the banana tree

Bleeding from the knees,

Daddy's eyes are gone! "