সাপ আর বেজির মধ্যে এত লড়াই হয় কেন?


বেজি বা নেউলকে সাপের শত্রু হিসেবে গণ্য করা হয়ে থাকে। আমরা অনেক সময় শত্রুতার উদাহরণ হিসেবে সাপে-নেউলে কথাটি বলে থাকি। অর্থাত্‍ বেজি আর সাপের সম্পর্ক হল, একে অপরের সাথে দেখা হলে প্রাণঘাতি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সাপের আক্রমণ থেকে মানুষসহ প্রাণীকূলের অন্যরা পিছু হটলেও বেজি কিন্তু সাপ শিকার বা পরাস্ত করতে বেশ পটু! #Billah Tech

কোবরার মতো বিষধর সাপও কিন্তু বেজির কাছে হার মানে! অনেকের ধারণা যে, বেজির শরীরে এমন কোনো অ্যান্টিবডি রয়েছে যা বিষাক্ত কোবরার বিষ বেজির শরীরে কাজ করেনা। যা পুরোপুরি ভ্রান্ত ধারণা। কোবরাকে পরাস্ত করতে বেজির নিখুঁত কলাকৌশল-ই একমাত্র পন্থা। #Billah Tech

  • সাপ দেখলেই বেজি কেন সংঘর্ষে লিপ্ত হয়?

বিষধর সাপ থেকে নিজেকে ও বাচ্চাদের নিরাপদ রাখার জন্য এবং বেজি তার খাবার সংগ্রহে যেন প্রতিবন্ধকতার মুখে না পড়ে মূলত সেকারণেই বেজি সাপ দেখা মাত্রাই মরণঘাতী সংঘর্ষে লিপ্ত হয়! #Billah Tech


সাপ সাধারণত তাঁর শিকার বস্তু ছাড়া বিরক্ত বা আক্রমণ না করলে কাউকে আক্রমণ করতে আসে না। কিন্তু একটা বেজি একটা সাপকে তাঁর শিকার বস্তু বা খাবার হিসেবে দেখে। তাই বেজি সাপকে আক্রমণ করে। আর সাপ বেজি কে তাঁর জীবনের জন্য ঝুঁকিপূর্ণ ভেবে সাপ সেলফ ডিফেন্স হিসেবে বেজিকেও আক্রমণ করে। এই মৃত্যুর খেলায় যে বেঁচে থাকবে সেই বিজয়ী। তবে অজগরের বেলায় বেজি অজগরের খাদ্য হতে পারে। তখন চতুর বেজি আজগর কে আক্রমণ করার সাহস পাবে নাহ। #Billah Tech

সাপ তো বিষধর হয়ে থাকে, তাহলে বেজির কিছু কি হবে না? কে জিতে সাধারণত এই লড়াইয়ে?

আশ্চর্য্যজনক ভাবে বেজির তেমন কিছু হবে না এবং বেশিরভাগ সময় বেজির জিতার কথা।

তাহলে বেজির এই অসাধারণ সক্ষমতার পেছনের কারণটা কি?

উইকিপিডিয়ার তথ্য মতে,

বেজির শরীরে আছে nicotinic acetylcholine receptor (সংক্ষেপে nAChR) যা কিনা বেজিকে সাপের বিষ থেকে রক্ষা করে। বেজির শরীরে এই মডিফাইড রিসিপটর সাপের বিষ α-neurotoxin বেজির শরীরে বা রক্তে জমাট বাঁধতে বাধা দেয়। এখানে Acetylcholine (ACh) হচ্ছে মানুষ সহ যেকোনো প্রাণীর দেহে একধরনের অর্গানিক কেমিক্যাল যেটি কিনা মস্তিষ্ক এবং শরীরে নিউরো-ট্রান্সমিটার হিসেবে কাজ করে। এই নিউরো-ট্রান্সমিটার হল প্রাণীদেহের নিউরো সেল এক ধরনের কেমিক্যাল সিগনাল বা মেসেজ পাঠায় শরীরের আরও বাকি সেল গুলো কে, যেমনঃ নিউরন, মাসল সেল এবং গ্ল্যান্ড সেল কে।

  • উভয়ের এ সংঘর্ষে সাপ কেন পরাস্ত হয়?

গবেষকরা বলছেন, বেজির শরীরে nicotinic acetyl choline receptor বৈশিষ্ট্যের জন্য বেজির শরীরে সাপের বিষ জমাট বাধতে দেয়না যে কারনে সাপের বিষক্রিয়া থেকে বেজি রক্ষা পায়। তবে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ঠিকটাক মত কাজ না করে তবে ধীরে ধীরে বেজিটি মৃত্যুর দিকে ধাবিত হয়। তবে গবেষণায় এখনও অবধি এ সম্পর্কিত পরিষ্কার কিছু জানা সম্ভব হয়নি।

আবার কারো কারো মতে, সাপ থেকে বেজি কেবলমাত্র তার নিখুঁত কলাকৌশল, ক্ষিপ্রতা, সাহসী ও অধিকতর দ্রুতগতিতে আত্মরক্ষার কৌশল অবলম্বন, এসমস্ত কারণেই সাপকে বেজি পরাস্ত করতে সক্ষম হয়।


আচ্ছা বেজি জিতলো, এই সাথেও সাপের অল্প বিষ কামড় ও খেলো, তাহলে বেজিটি মারা যেতে পারে?

এইটার কোন সঠিক সরাসরি উত্তর নেই। মারাও যেতে পারে আবার নাও মারা যেতে পারে।

ঐ যে বললাম বেজির ঐ বিশেষ বৈশিষ্ট্যর কারণে তেমন কিছু হয় নাহ বা সাথে সাথে মরে নাহ। সাপকে সফল ভাবে মেরে খাওয়ার পর বেজি দিব্যি তাঁর মতো জীবন-যাপন করছে। তবে তাঁর শরীরে যদি Immune system বা রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক মতো কাজ না করে তবে সেই অল্প সাপের বিষ বেজির শরীরে ধীরে ধীরে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কয়েকদিন পর বেঁজিটি মারা যেতে পারে। তবে বেজির বনাম সাপের এই বিষয় গুলো গবেষকরা এখনো গবেষণা চালিয়ে যাচ্ছে নতুন আরও কিছু পরিষ্কার ভাবে জানা যায় কিনা। #Billah Tech


English :

Why is there so much fighting between snakes and badgers?

Bezi or neul is considered to be the enemy of snakes. We often use the word snake-neule as an example of hostility. In other words, the relationship between the beji and the snake is that when they meet each other, they get involved in deadly clashes. Although the rest of the fauna, including humans, retreated from the snake's attack, but Beji is quite adept at hunting or defeating snakes!


Poisonous snakes like the cobra, but the beji means defeat! Many people think that there is an antibody in the body of beji that does not work in the body of poisonous cobra venom beji. Which is a completely wrong idea. Bezi's perfect technique is the only way to defeat the cobra.


Why does Beji get involved in a collision when he sees a snake?

In order to protect themselves and their children from poisonous snakes and to prevent Bezi from interfering with her food collection, this is why Bezi gets involved in deadly clashes as soon as she sees a snake! #Billah Tech




The snake usually does not come to attack anyone unless it is disturbed or attacked without its prey. But a beji sees a snake as its prey or food. So Bezi attacks the snake. The snake also attacks Bezi as a self-defense, considering Bezi a threat to his life. The winner is the one who survives this death game. However, in the case of pythons, beji can be the food of pythons. Then the clever Beji will not dare to attack the dragon. #Billah Tech

 

If the snake is poisonous, then what will happen to the badger? Who usually wins this fight?


Surprisingly, Bezier won't have much to do and most of the time Bezier will win.


So what's the reason behind Bezier's extraordinary ability?


According to Wikipedia,



Beji has nicotinic acetylcholine receptor (nAChR for short) which protects Beji from snake venom. This modified receptor snake venom α-neurotoxin in beji's body prevents beji from clotting in the body or blood. Acetylcholine (ACh) is a type of organic chemical in the body of any animal, including humans, that acts as a neuro-transmitter in the brain and body. This neuro-transmitter is a type of chemical cell that sends a signal to the rest of the body, such as neurons, muscle cells and gland cells.


Why is the snake defeated in the conflict between the two?

Researchers say that because of the nicotinic acetyl choline receptor properties in beji's body, snake venom does not allow beji to clot in beji's body, which protects beji from snake venom. However, if the immune system does not work properly, then the BJT is slowly heading towards death. However, research has not yet been able to find out anything clear about this.


According to some, Beji from Snake is only able to defeat Beji by his perfect technique, agility, bravery and faster self-defense strategy.




Well, if Bezi wins, with a little bit of snake venom and play, can Bezi die?


There is no right answer. May die may not die again.



That said, because of that special feature of the badger, something like that does not happen or does not die immediately. After successfully killing the snake, Beji Divya is living like him. However, if the immune system does not work properly in his body, then the venom of that little snake can gradually cause damage to the body of the badger. After a few days, Benji may die. However, researchers are still researching the issues of badger vs. snake to see if anything new is more clearly known.


Tags: #সাপ আর #বেজির , #snakes and #badgers, snakes and badgers?,সাপ, Why is there so much fighting between snakes and badgers?, সাপ আর বেজির মধ্যে এত লড়াই হয় কেন