গাল তো সবারই আছে, কিন্তু কিছু মানুষের গালেই টোল পড়ে কেন?


টোলের সৃষ্টি হয় গালেই হয়!

এটি মূলত একটি জিনগত ত্রুটি। জন্মের সময় শারীরিক গঠনের একদম শুরুর দিকে সাবকিউটেনাস কানেক্টিভ টিস্যুর পরিবর্তন ঘটে।সেই অর্থে এটি রিসেসিভ জিন নয়।এই একটি ত্রুটিপূর্ণ জিনই গালে 'টোল' এর জন্য দায়ী।

সাবকিউটেনাস কানেক্টিভ(যোজক) টিস্যু--

-যা হাইপোডার্মিস হিসেবে পরিচিত।এটি ত্বকের সবচেয়ে ভিতরের বা নিচের স্তর।

হাইপো(নিচে) +ডার্ম(ত্বক)→হাইপোডার্মিস

-এই স্তর চর্বি ও যোজক টিস্যু দ্বারা গঠিত।

- বৃহৎ রক্তনালী ও স্নায়ুগুলোকে ধারণ করে।

-অন্তরক হিসেবে কাজ করে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।

রিসেসিভ জিন(বিরল জিন) হল যে জিন প্রভাবশালী জিনের উপস্থিতিতে প্রকাশিত হয়না।

মূলত হাইপোডার্মিসের সাবকিউটেনাস কানেক্টিভ টিস্যুতে জিনগত ত্রুটির ফলে টোলের সৃষ্টি হয়।যখন একজন ব্যক্তি হাসি দেয় তখন একটি নিম্নচাপের সৃষ্টি হয়।তখন ত্বকের মাংসপেশিতে টান পড়ে।এই মাংসপেশি হলো জাইগোম্যাটিক মেজর।

⭕ কেন টোল পড়ে?

গবেষণায় দেখা গিয়েছে জেনেটিক কারণে হয়।তবে,অনেকে এ মতের বিরোধীতা করেন।

✔️কোন মা-বাবার কারো একজনের টোল থাকলে সন্তানের থাকার সম্ভাবনা প্রায় ২৫-৫০%।এক্ষেত্রে দুজনের একজনের টোল সৃষ্টিকারী জিন সন্তানের মধ্যে থাকলেই চলবে।

✔️মা-বাবা দুজনের-ই থাকলে সন্তানের থাকার সম্ভাবনা ৫০-১০০%

✔️মা-বাবা কারোর-ই না থাকলে সন্তানের থাকার সম্ভাবনা নেই, যদিনা সে কোন জেনেটিক মিউটেশন শিকার হয়।

তাছাড়াও-

-মুখে অতিরিক্ত চর্বি জমে যাওয়ার কারণেও হতে পারে।

-অনেক শিশুদের ছোটবেলায় চর্বির কারণে টোল দেখা যায়।বয়স বৃদ্ধির সাথে সেই টোল আবার অদৃশ্য হয়ে যায়।


টোল পড়ার জন্য দায়ী করা হয় আমাদের মুখমণ্ডলের পাশের দিকে থাকা জাইগোম্যাটিকাস মেজর নামক পেশিকে। পেশিটি মুখমণ্ডলের জাইগোম্যাটিক অস্থি থেকে তৈরি হয়ে মুখের এক কোণায় লেগে থাকে।


উপরের ছবিটিতে সবুজ রঙে দেখানো পেশিটির নামই জাইগোম্যাটিকাস মেজর পেশি। আমাদের মুখগহ্বর প্রসারিত হবার সময়ে উক্ত পেশিটি সংকুচিত হয়ে মুখকে পাশ থেকে টান দেয়।

টোল পড়ার সাথে পেশিটির তাহলে সম্পর্ক কোথায়?

পেশিটি সাধারণত কোন খণ্ডে বিভক্ত থাকে না। কিন্তু কারো কারো ক্ষেত্রে দুই খণ্ডে বিভক্ত হয়ে মুখের পাশে লেগে থাকে। উপরের খণ্ডটি যেখানে থাকার সেখানেই স্বাভাবিকভাবে থাকে। কিন্তু নিচের খণ্ডটি মুখের একটু নিচের দিকে লেগে থাকে। তখন পেশিটির নাম হয়ে যায় বাইফিড জাইগোম্যাটিকাস মেজর পেশি। শুধু তাই নয়, নিচের খণ্ডটি মুখের ত্বকের সাথেও লেগে যায়।

ফলস্বরূপ, হাসি দেবার সময় বা মুখগহ্বর প্রশস্ত করবার সময় বাইফিড জাইগোম্যাটিকাস মেজর পেশিটি মুখকে টেনে নিয়ে যাবার সময় নিচের খণ্ডটি সাথে করে মুখের ত্বককেও নিয়ে যায়। ফলে জায়গাটিতে একটু টান পড়ে ছোট গর্তের সৃষ্টি হয় যাকে আমরা টোল পড়া বলি।

টোল পড়াটাকে বেশ সৌন্দর্যের বিষয় মনে হলেও এটা আসলে একধরনের পেশি ত্রুটির ফল। তবে তা মোটেও ক্ষতিকারক নয়। অনেকের ক্ষেত্রেই টোল পড়া স্থায়ী হয় না। ছোটবেলাতে থাকেলও বড় হবার পর নাও থাকতে পারে, আবার ছোট বেলায় না থাকলেও বড় হবার পর হয়ে যেতে পারে। কিংবা জন্মের পর থেকে আজীবন থেকে যেতে পারে। নির্ভর করে মুখে থাকা চর্বির পরিমাণ কিংবা ত্বকের ইলাস্টিসিটির উপরও।

বাবা মায়ের থাকলে সন্তানেরও হবে কিনা? এটা বেশ জটিল বিষয়। হতেও পারে আবার নাও পারে। কারণ এটার জন্য একটা নয় একাধিক জিন জড়িত। উত্তরাধিকার সূত্রে পাওয়ার বিষয়টি তাই বেশ জটিল।


ENGLISH :

Why do people have tolls on their cheeks?


Everyone has cheeks, but why do some people have tolls on their cheeks?

Toll is created in the cheek!

This is basically a genetic defect. Subcutaneous connective tissue changes at the very beginning of anatomy at birth. In that sense, it is not a recessive gene.

Subcutaneous connective tissue--

- Also known as hypodermis. It is the innermost or lowest layer of skin.

Hypo (below) + derm (skin): Hypodermis

-This layer is made up of fat and connective tissue.

- Contains large blood vessels and nerves.

-Acts as an intestinal aids in controlling body temperature.

Recessive genes (rare genes) are genes that are not expressed in the presence of dominant genes.


Tolls are caused by genetic defects in the subcutaneous connective tissue of the hypodermis. When a person smiles, a depression develops. Then the skin muscles tighten. This muscle is the zygomatic major.

Why toll?

Studies have shown that it is due to genetics. However, many people oppose this view.

থাকলেIf one of the parents has a toll, the probability of having a child is about 25-50%.

If both parents have both, the probability of having a child is 50-100%.


Without a parent, there is no chance of having a child unless he or she is a victim of a genetic mutation.

Moreover-

-It may also be due to accumulation of excess fat in the face.

-Toll is seen in many children due to fat in childhood. With age, that toll disappears again.


The muscle called the zygomaticus major on the side of our face is responsible for reading the toll. The muscle is made up of zygomatic bones of the face and is attached to one corner of the face.


The name of the muscle shown in green in the picture above is Zygomaticus major muscle. As our oral cavity expands, the muscle contracts and pulls the mouth to the side.


What is the relationship between the muscles and the reading of the toll?



The muscle is not usually divided into segments. But in some cases it is divided into two parts and sticks to the side of the face. The upper bouts featured two cutaways, for easier access to the higher frets. But the lower part sticks to the lower part of the face. The muscle then became known as the bifid zygomaticus major muscle. Not only this, with the help of fire you can do welding.


As a result, the bifid zygomaticus major muscle pulls the mouth along with the lower extremities when smiling or widening the oral cavity. As a result, a small pull is created in the place and a small hole is created which we call toll reading.


Although reading toll seems to be a matter of beauty, it is actually the result of a kind of muscle error. However, it is not harmful at all. In many cases, the toll is not permanent. Even if it is in childhood, it may not be after growing up, and even if it is not in childhood, it may be after growing up. Or it can last a lifetime from birth. Depending on the amount of fat in the face or the elasticity of the skin.



If the parents have children or not? This is a very complicated matter. Maybe not again. Because it involves more than one gene. The issue of inheritance is therefore quite complicated.


Tags: #টোল, #মানুষের_গালে_টোল_পড়ে_কেন, #Why_do_people_have_tolls_on_their_cheeks #cheeks